WHAT'S NEW?
Loading...
স্পোর্টস ডেস্ক : মেসি-দি মারিয়ার চোখ ধাঁধানো ফুটবলে আজেন্টিনা গোল বন্যায় ভাসিয়ে দিল প্যারাগুয়েকে। ৬-১ গোলের বিশাল জয় নিয়ে কোপা আমেরিকার শিরোপার আরও কাছে পৌঁছেছে আর্জেন্টিনা। ৪ জুলাই ফাইনালে মেসিদের মুখোমুখি হবে চিলি।

দলের হয়ে দি মারিয়া করেন জোড়া গোল। মার্কোস রোহো, ও হাভিয়ের পাস্তুরে, সের্হিও আগুয়েরো, গনসালো হিগুয়াইন একটি করে গোল করেন। নিজে গোল না পেলেও চারটি গোলে সাহায্য করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। প্যারাগুয়ের একমাত্র গোলটি করেন লুকাস বারিওস।
 ক্রিকেট বিশ্বে চিরপ্রতিদ্বদ্বি ভারত ও পাকিস্তানের সম্পর্ক মোটেই ভালো নয়। কয়েক দিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়্যারম্যান শাহরিয়ার খান ভারত সফরে আসলেও এখনো বন্ধুত্বে পৌঁছতে পারেনি এই দুই দেশ।
এ বিষয়টি আইসিসি বেশ আগেই আমলে নিয়েছে আইসিসি। এশিয়ার ডন খ্যাত পাকিস্তানের সাবেক ক্রিকেটার জহির আব্বাস আইসিসির সভাপতি হওয়ায় তিনি এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন।
তিনি বলেছেন, আইসিসির পদে থাকা মানে এই নয়, যে আমি এবিষয়ে কিছু করতে পারব না৷ ক্রিকেটকে ভালোবাসি, আগামী এক বছরে বিশ্ব ক্রিকেটের জন্য অনেক কিছু করতে চাই৷ নতুন উদ্যোগ হিসাবে ভারত-পাকিস্তানের দা-কুমড়া সম্পর্কে বরফ গলানোর জন্য কাজ করবেন তিনি।
তিনি বলেন, আমি ভারত-পাক সিরিজকে পুনরুদ্ধারের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করব৷ দুই দেশের ক্রিকেটপ্রেমী মানুষই দু’দলের লড়াই দেখতে চায়৷ আব্বাস বলেন, বিশ্বের সবখানে ক্রিকেট খেলাকে পৌঁছে দিতে হবে। ক্রিকেট নিয়ে শত্রুতা নয় প্রতিটি দেশই বন্ধুত্বে পরিণত হোক এটাই তার প্রত্যাশা।
পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার জহির আব্বাস শিগগিরই ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষীয় সিরিজ দেখতে চান।
মাশরাফির পর নাসির হোসেনের পাশে দাঁড়ালেন টাইগারদের টেস্ট দলপতি মুশফিকুর রহিম। সোমবার ফেসবুকে ভক্তদের উদ্দেশে দেওয়া এক মেসেজে মুশফিক সবাইকে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন।
মুশফিক তার ফেসবুকে লেখেন, ক্রিকেট বিশ্বে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের সবচেয়ে উৎসাহিত ভক্ত হিসেবে গণ্য করা হয়। মাঠে কিংবা মাঠের বাইরে ক্রিকেটাররা ভক্তদের থেকে সব সময় ভালো সমর্থন পেয়ে থাকে। আশা করছি, এই সমর্থন শেষ পর্যন্ত থাকবে। প্লিজ, সামাজিক মাধ্যমগুলোতে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকবেন। শুধু বাংলাদেশি ক্রিকেটার নয়, বিদেশি তারকাদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন।
এর আগে সতীর্থ নাসির হোসেন ও তার বোনকে নিয়ে বাজে মন্তব্য করায় মাশরাফি বিন মুর্তজা নিজের অফিসিয়াল ফেসবুক পেজ বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বন্ধ করে দিয়েছেন। নাসির হোসেনের পাশে দাঁড়াতেই মাশরাফির এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, বোনের সঙ্গে নিজের ছবি ফেসবুকে শেয়ার করে ভক্তদের বাজে ও কুরুচিপূর্ণ মন্তব্যে বিব্রত হয়েছেন নাসির হোসেন। ছবি পোস্ট করার এক দিন পর ফেসবুক থেকে তা মুছে ফেলতে বাধ্য হন তিনি। -

মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের সাধারণ মানুষ থেকে একবারে সেলিব্রেটিরাও। বর্তমানে মুস্তাফিজের জন্য অনেক তরুণীর রাতের ঘুম হারামও হয়েছে। সম্প্রতি সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী উম্মে কুলসুম ফেসবুকে মুস্তফিজকে দিয়ে বসলেন বিয়ের প্রস্তাব। সিলেটি এই তরুণীর বিয়ের প্রস্তাবে আলোচিত চিত্রনায়িকা নাজনিন আক্তার হ্যাপি বিষ্ময় প্রকাশ করে তার ফেসবুকে লিখেছেন “ওরে মুর খোদা কেমনে কি?”

এর আগে বাংলাদেশ-ভারত সিরিজ চলাকালে মুস্তাফিজে মুগ্ধ হয়ে ফেসবুক ওয়ালে হ্যাপীও দিয়েছিলেন কয়েকটি স্ট্যাটাস। পাঠকদের জন্য হ্যাপীর সেই সময়ের একটি স্ট্যাটাস তুলে ধরা হলো :
“স্টেডিয়াম থেকে খেলা দেখে একটু আগে বাসায় ফিরলাম। আজ সম্পূর্ণ খেলাটাই দেখলাম। ভাল লাগল। আর মোস্তাফিজুরের খেলা দেখে তো পুরাই ফিদা হয়ে গেলাম। পোলাটার আসলে মেধা আছে। খেলার এই ধারাবাহিকতা থাকলে, সে সব রেকর্ড ভেঙে দেবে। দোয়া, দোয়া ,দোয়া মোস্তাফিজুর রহমান এর জন্য।”

সাতক্ষীরার হ্যাংলা পাতলা মুস্তাফিজ আন্তর্জাতিক ক্রিকেট মাঠ কাঁপাচ্ছেন বল হাতে। ক্রিকেট বিশ্ব তাকে নিয়ে রীতিমত অনুসন্ধান শুরু করেছে। কিন্তু গ্যালারি থেকে শুরু করে টেলিভিশন দর্শকদের মধ্যে যে সব তরুণী কয়েক দিন আগেও সাকিব-তাসকিন বলে গলা শুকিয়ে ফেলতেন তাদের মনে এখন অন্য রং। নতুন এ রংয়ের নাম মুস্তাফিজ। এখন মুস্তাফিজ স্বপ্নে বিভোর কিশোরী থেকে শুরু করে তরুণীরা। দেশের বাইরেও নজর পড়তে শুরু করেছে মুস্তাফিজের। সবে তো উনিশ। চায়ের আড্ডা থেকে, ফোনালাপ, ফেসবুকে মুস্তাফিজের প্রসংশার তুবড়ি ছুটছে যেন মেয়ে মহলে।

সাদামাটা চেহারার এই উনিশ বছরের তরুণ মাঠে ভারতীয় অভিজ্ঞ ব্যাটস্ম্যানদের রীতিমতো নাস্তানাবুদ করে পরাস্ত করে ছেড়েছে। আর তার এই সহজ-সরল লাজুক স্বভাবই মেয়ে মহলে তাকে তুলেছে জনপ্রিয়তার তুঙ্গে।

জীবনের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৫ উইকেট, দ্বিতীয়টিতে ৬ উইকেট। ক্রিকেট বিশ্বে এমন রেকর্ডের অধিকারী এখন একমাত্র আমাদের বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। -



 স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বাংলাদেশের অনিশ্চয়তার দোলাচল শেষ হলো তাহলে! ক্রিকইনফো সম্পাদক সম্বিত বালের কথা সত্যি ধরে নিলে তাই। কাল টুইটারে তিনি জানিয়েছেন, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ কিংবা ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টুর্নামেন্টের ম্যাচগুলোর ফল যা-ই হোক না কেন, ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত। ৩০ সেপ্টেম্বরের আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা আটে থাকার বিষয়ে তাকে নাকি জানানো হয়েছে খোদ আইসিসি থেকেই।

ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশের সামনে হিসাবটা ছিল পরিষ্কার। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় ম্যাচের মধ্যে দুটিতে জিততে পারলেই হয়। তাহলেই ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত। ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতেই তাই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আনন্দে ভাসে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ হারলেও ৯৩ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠে আসে মাশরাফি বিন মর্তুজার দল। ৮৮ রেটিংয়ের ওয়েস্ট ইন্ডিজ ও ৮৭ রেটিংয়ের পাকিস্তানের মধ্যে দুই দলেরই সুযোগ থাকে না ৩০ সেপ্টেম্বরের আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে আটের বাইরে ছিটকে ফেলার।

কিন্তু পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ের ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার পরিকল্পনায় আবার একটু অনিশ্চয়তায় পড়ে যায় মাশরাফির দল। কারণ ওই টুর্নামেন্টে রেটিং পয়েন্ট বাড়িয়ে বাংলাদেশকে পেরিয়ে যাওয়ার সুযোগ পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ছিল বলে ধারণা করা হচ্ছিল। যে কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের গুরুত্ব বাংলাদেশের জন্য বেড়ে যায় অনেক। পাকিস্তান-ভারতের মতো প্রোটিয়াদের বিপক্ষে যদি সিরিজ জিততে পারে মাশরাফি বিন মর্তুজার দল, তাহলে চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিয়ে সংশয় থাকত না বিন্দুমাত্র।

এ হিসাব মাথায় রেখেই প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রস্তুতি শুরু করে বাংলাদেশ। তবে সম্বিত বালের কালকের টুইট বার্তা সত্যি হলে এখন কিছুটা চাপমুক্ত হয়ে মাঠে নামতে পারবে তারা। দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের তিন ওয়ানডেই যদি হারে বাংলাদেশ আর ওদিকে ত্রিদেশীয় টুর্নামেন্টে সর্বোচ্চ রেটিং পায় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান- তবু মাশরাফির দলের নাকি ভয়ের কিছু নেই। ৩০ সেপ্টেম্বরের আইসিসি র‌্যাঙ্কিংয়ে আটের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশের। ফলে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি খেলছেই বাংলাদেশ। এখন আইসিসি থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসাটাই বাকি কেবল! - See more at: http://bangla.mtnews24.com/post.php?id=53372&page=3#sthash.8mpqIE6J.dpuf