এর আগে বাংলাদেশ-ভারত সিরিজ চলাকালে মুস্তাফিজে মুগ্ধ হয়ে ফেসবুক ওয়ালে হ্যাপীও দিয়েছিলেন কয়েকটি স্ট্যাটাস। পাঠকদের জন্য হ্যাপীর সেই সময়ের একটি স্ট্যাটাস তুলে ধরা হলো :
“স্টেডিয়াম থেকে খেলা দেখে একটু আগে বাসায় ফিরলাম। আজ সম্পূর্ণ খেলাটাই দেখলাম। ভাল লাগল। আর মোস্তাফিজুরের খেলা দেখে তো পুরাই ফিদা হয়ে গেলাম। পোলাটার আসলে মেধা আছে। খেলার এই ধারাবাহিকতা থাকলে, সে সব রেকর্ড ভেঙে দেবে। দোয়া, দোয়া ,দোয়া মোস্তাফিজুর রহমান এর জন্য।”
সাতক্ষীরার হ্যাংলা পাতলা মুস্তাফিজ আন্তর্জাতিক ক্রিকেট মাঠ কাঁপাচ্ছেন বল হাতে। ক্রিকেট বিশ্ব তাকে নিয়ে রীতিমত অনুসন্ধান শুরু করেছে। কিন্তু গ্যালারি থেকে শুরু করে টেলিভিশন দর্শকদের মধ্যে যে সব তরুণী কয়েক দিন আগেও সাকিব-তাসকিন বলে গলা শুকিয়ে ফেলতেন তাদের মনে এখন অন্য রং। নতুন এ রংয়ের নাম মুস্তাফিজ। এখন মুস্তাফিজ স্বপ্নে বিভোর কিশোরী থেকে শুরু করে তরুণীরা। দেশের বাইরেও নজর পড়তে শুরু করেছে মুস্তাফিজের। সবে তো উনিশ। চায়ের আড্ডা থেকে, ফোনালাপ, ফেসবুকে মুস্তাফিজের প্রসংশার তুবড়ি ছুটছে যেন মেয়ে মহলে।
সাদামাটা চেহারার এই উনিশ বছরের তরুণ মাঠে ভারতীয় অভিজ্ঞ ব্যাটস্ম্যানদের রীতিমতো নাস্তানাবুদ করে পরাস্ত করে ছেড়েছে। আর তার এই সহজ-সরল লাজুক স্বভাবই মেয়ে মহলে তাকে তুলেছে জনপ্রিয়তার তুঙ্গে।
জীবনের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৫ উইকেট, দ্বিতীয়টিতে ৬ উইকেট। ক্রিকেট বিশ্বে এমন রেকর্ডের অধিকারী এখন একমাত্র আমাদের বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। -
0 comments:
Post a Comment
Thanks for your comments