স্পোর্টস ডেস্ক : মেসি-দি মারিয়ার চোখ ধাঁধানো ফুটবলে আজেন্টিনা গোল বন্যায়
ভাসিয়ে দিল প্যারাগুয়েকে। ৬-১ গোলের বিশাল জয় নিয়ে কোপা আমেরিকার শিরোপার
আরও কাছে পৌঁছেছে আর্জেন্টিনা। ৪ জুলাই ফাইনালে মেসিদের মুখোমুখি হবে চিলি।
দলের
হয়ে দি মারিয়া করেন জোড়া গোল। মার্কোস রোহো, ও হাভিয়ের পাস্তুরে, সের্হিও
আগুয়েরো, গনসালো হিগুয়াইন একটি করে গোল করেন। নিজে গোল না পেলেও চারটি গোলে
সাহায্য করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। প্যারাগুয়ের একমাত্র
গোলটি করেন লুকাস বারিওস।
WHAT'S NEW?
Loading...
0 comments:
Post a Comment
Thanks for your comments